দোহাজারী লালু টিয়া সড়কে বেপরোয়া গতিতে চালানো ব্যাটারী চালিত রিকশা ধাক্কায় এক স্কুল ছাত্রীর পা ভেঙ্গে গেছে।এ ঘটনাটি ঘটেছে আজ সকাল চন্দনাইশ উপজেলায় দোহাজারী পৌরসভা দোহাজারী লালু টিয়া সড়কে
জানা যায়, পৌরসভার ৭ নং ওয়ার্ড মত রায়জোয়ারা গ্রামের মোঃ হারুনুর রশিদের স্কুল পড়ুয়া মেয়ে পরীক্ষা দিতে বের হয়ে রায়জোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বেপরোয়া গতিতে চালানো একটি ব্যাটারী চালিত রিকশা তাকে সজোরে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় লোকজন তাকে উদ্ধার করে দোহাজারী একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ছাত্রী জেরিন সুলতানা মারিয়া ওই এলাকার হারুনুর রশিদের মেয়ে। সে দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
দোহাজারী লালু টিয়া সড়কে ব্যাটারী চালিত রিকশা এবং সিএনজি অটোরিকশা সহ ছোট বড় গাড়ি গুলো বেপরোয়া গতিতে চলাচল করে প্রায় সময়ে ছোট বড়ো দুর্ঘটনা ঘটে থাকে এসব দেখার কেউ নেই বললেই চলে। বিশেষ করে ব্যাটারী চালিত রিকশা গুলো রেইস দিয়ে প্রতিযোগিতা মূলক চলাচল করে এ সড়কে তাদের দাপট সবচেয়ে বেশি।এসব দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :