নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী নির্বাচন অফিসার ছাবিহা আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া থানার ওসি এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মোজাফফর পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির আলম ভূঞা, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বসর্মা প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট কার্ডের ব্যবহার ও এর সুফল নিয়ে আলোচনা করেন এবং পর্যায়ক্রমে উপজেলা ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার ২ লাখ ৪ হাজার ৪ শত ৭৮ জন স্মার্ট কার্ড পাবেন বলে জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :