বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ এর উদ্যোগে রাস্তার দুই ধারে ফলজ,বনজ ও ঔষধি ১ হাজার গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
১৫ জুলাই সোমবার সকাল ১০টায় উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আগৈলঝাড়া সীমানা হতে উজিরপুর বুদ্ধির বাজার পর্যন্ত ট্রপল বাগান সৃজন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক বন বিভাগের গৌরনদী রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বিশ্বাস, উজিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোরশেদা পারভীন, শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সরদার আব্দুল হালিম, উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ সুবিধাভোগী ও স্থানীয় জনসাধারণ।
রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বিশ্বাস জানান, এ উদ্ভোধনের মাধ্যমে শোলক ইউনিয়নে রাস্তার দুই ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে ট্রিপল বাগান সৃজন করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :