যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের কালেক্টরেট চত্বরে এ হামলা চালায়।
সকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মুক্তিযোদ্ধারা সমাবেশ করে। এরপর তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। তাদের সাথে ছিলো মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা। ডিসি অফিস থেকে নেমে আসার সময় সেখানে উপস্থিত হয় কোটা বিরোধ আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের হামলা চালায়। তাদের মারপিটে আন্দোলনরত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :