দেশব্যাপী নৈরাজ্যে এবং স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের অবমাননা করা হচ্ছে, এমন অভিযোগ তুলে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মাহফুজুল আলম মুক্তা।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা আজ মনের ক্ষোভে আন্দোলনে নেমেছে। কোটা আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাচ্ছিল্য করার প্রতিবাদে এই মানববন্ধন।
আমাদের মনোবল এখনও অনেক শক্ত জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে তারা বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :