কোটা সংস্কারের দাবিতে পঞ্চগড়ে ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এদিকে কলেজ গেটের মূল ফটকের সামনে জেলা ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হয় তারা। পরে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে মিছিল নিয়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে কোটা সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা। প্রায় আধা ঘন্টার এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এদিকে সকালে সারাদেশে চলমান কোটা আন্দোলনের নামে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপ করার প্রতিবাদে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধারা।
এসময় পঞ্চগড় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইখুর ইসলামের সভাপতিত্বে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মুক্তিযুদ্ধ সন্তান ও প্রজন্ম কমান্ডের সভাপতি মোস্তফা কামাল সজীব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :