বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর মুকসুদপুর উপজেলার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার ৭ জুলাই ২০২৪ বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম ও চেয়ারম্যান হাসান রকীব আজাদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হুসাইন আহমদ কবিরকে আহবায়ক ও পশারগাতী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ওবাইদুর রহমান শেখকে সদস্য সচিব এবং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্যা রেহানা বেগমকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, গোহালা ইউনিয়নের আনোয়ার হোসেন (মেম্বার), উজানী ইউনিয়নের মোঃ জিহাদুর রহমান মোল্যা (মেম্বার), মহারাজপুর ইউনিয়নের মোঃ সাদেকুর রহমান (মেম্বার), মোচনা ইউনিয়নের মোঃ মুরাদ হোসেন (মেম্বার), গোবিন্দপুর ইউনিয়নের আমিনুর ইসলাম (মেম্বার), বাভড়াশুর ইউনিয়নের সাইফুল ইসলাম (মেম্বার), কাশালিয়া ইউনিয়নের কনিকা মৃধা (মেম্বার), বাটিকামারী ইউনিয়নের জলি বেগম (মেম্বার)।
সর্বমোট ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে একজন আহবায়ক, একজন যুগ্ম-আহবায়ক ও একজন সদস্য সচিব এবং ৮ জনকে সদস্য করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :