কোটাবিরোধী আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর নির্মম ও অমানবিক হামলার প্রতিবাদ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন ধনবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থী বৃন্দ।
ধনবাড়ী উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার ধনবাড়ী সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ধনবাড়ী উপজেলার সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি ধনবাড়ী উপজেলার মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী বাসস্টেশনে অবস্থান গ্রহণ করেন।
মিছিল শেষে ধনবাড়ী বাস স্টেশনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অন্যায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক। আমরা এর সংস্কার চাই।
এ সময় শিক্ষার্থীদের ধনবাড়ী বাস স্টেশনে অবস্থান করায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :