রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে উপজেলার গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ ও দৌলতদিয়া খানকা শরীফের আয়োজনে বিশাল দু`টি পৃথক তাজিয়া পাক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা ১১মিনিটে গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ থেকে কয়েক সহস্রাধিক ইমাম ভক্তদের নিয়ে একটি বিশাল তাজিয়া মিছিল ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ শেষে আবার গোয়ালন্দ ইমাম বাড়া শরীফে এসে শেষ হয়।
এদিকে একইদিন সকাল ১০টা ১১ মিনিটে আরেকটি বিশাল তাজিয়া মিছিল দৌলতদিয়া খানকা শরীফ থেকে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এলাকা প্রদক্ষিণ শেষে আবার দৌলতদিয়া খানকা শরীফে এসে শেষ হয়।
পবিত্র আশুরার তাজিয়া মিছিল পাকে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দীন রনি, উজান চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক, দৌলতদিয়া মাদ্রাসা সাবিউল হাসানের শিক্ষক মোওলানা রুকুন উদ্দিন কাদরী, ইন্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ইমাম বাড়া শরীফের সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব, কোষাধ্যক্ষ সুমন মোল্লাসহ গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ ও দৌলতদিয়া খানকা শরীফের ইমাম ভক্ত ও আঞ্জুমান-ঈ-কাদেরীয়া তরিকার ১০ সহস্রাধিক মুরিদান মিছিল দু`টিতে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :