ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় সরাইল থানার হলরুমে অন্তর সমাজ প্রগতি সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠান আরম্ভ হয়। সভায় বক্তারা কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে জন্য বিভিন্ন পরামর্শ দেন।
সংস্থার নির্বাহী পরিচালক শফিউল আলম এর সভাপতিত্বে ও কবি জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরাইল থানার এস আই নুরুন নবী, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ মিয়া, শিক্ষিকা নাজমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার, সাংবাদিক, ঈমান, শিক্ষক বৃন্দ।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :