AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ 


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
০৬:৫৮ পিএম, ১৭ জুলাই, ২০২৪
সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ 

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে শিক্ষার্থীদের পাল্টা প্রতিরোধের মুখে দৌড়ে পালিয়ে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের এসপি বাংলোর সামনে এই ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হন।

আরাফাত হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শহরে আসি। ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে আমাদের বাধা ও মারধর করেন। পরে প্রতিবাদ মিছিল নিয়ে এসপি বাংলোর সামনে পৌঁছালে তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে। এতে আমাদের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

সরেজমিন দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ তৎপর ছিল। ছাত্রলীগের হামলা চালানোর সময় তাদের বাধা দিতে দেখা যায়। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি না শুনেই অতর্কিত হামলার ঘটনায় জড়িয়ে পড়ে। 

বর্তমানে সাতক্ষীরা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগামীকাল বেলা ১১টায় শহরে খুলনা রোড মোড় এলাকায় পুনরায় কোটাবিরোধী সমাবেশ করবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, আন্দোলনের নামে অস্থিরতা ও জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। সাতক্ষীরায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা তৎপর রয়েছি।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!