ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে সকাল ৭টার দিকে উপজেলার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় শ্রাবণী নীট ওয়ার নামে একটি পোশাক কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যায়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা ৪৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণের পর ডাম্পিংয়ের কাজ চলছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম বলেন, সকাল ৭টার দিকে কারখানার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিইপিজেডের চারটি ইউনিট, মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ও সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কারখানায় কোনো শ্রমিক ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :