কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গত কয়েকদিনের অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরছে ফরিদপুরে জনজীবন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে ফরিদপুর জেলার বিভিন্ন সড়কে চলছে যানবাহন। রাস্তায় মানুষের উপস্থিতিও অনেক বেড়েছে। খুলেছে ব্যাংক ও সবধরনের অফিস।
দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার কারনে অনেকেই আর্থিক সংকটে ভুলছিলেন। সকাল ১১ টায় ব্যাংক খোলার পরপরই মানুষ ভিড় করতে লক্ষ করা গেছে বিভিন্ন ব্যাংকগুলতে ।
এদিকে, যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সড়কে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহনের চলাচল।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বিভিন্ন সড়কগুলোতে দেখা যায়, চিরচেনা অবস্থায় । অলিগলিসহ বিভিন্ন সড়কে মানুষের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। টানা কয়েক দিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে স্বস্তি ফিরে পেয়ে খুশি ফরিদপুবাসী। অফিস খোলার পাশাপাশি যান চলাচল অনেকটা স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।
বাস কম থাকায় বিভিন্ন সড়কেও দাপিয়ে বেড়িয়েছে ব্যাটারিচালিত আটো- রিকশা। সড়কে ছিলো ব্যক্তিগত গাড়ির আর রিকশার আধিক্য। সুযোগ বুঝে ভাড়া বেশি হাঁকিয়েছেন তারা।
আলী আকবর নামে এক অটোরিকশা চালক বলেন, কয়েক দিন অটো রিকশা নিয়ে বের হতে পারিনি।পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন কেটেছে। ৫-৬ দিন পর আজ অটো রিকশা নিয়ে বের হয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে এক পথাচরী বলেন, কয়দিন থেকে ঘরে বাজার শেষ হয়ে গিয়েছিল। কারফিউ শিথিল করায় আজকে সবজির বাজার ও অন্যান্য সামগ্রী কিনতে বের হয়েছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :