চুয়াডাঙ্গা সদরে সাপের কামড়ে স্কুলছাত্রসহ দুজনের মৃত্য হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ানের ডিঙ্গেদহ গ্রামের হাটখোলাপাড়ার জয়দেব পালের ছেলে দেবাশিষ পাল (১২) ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং কুতুবপুর ইউনিয়ানের ভুলটিয়া গ্রামের বুলা হোসেনের প্রতিবন্ধী ছেলে রাজন হোসেন(১৬)।
জানা যায়, বুধবার রাত ৩টার দিকে দেবাশিষ পালকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ কামড় দেয়। এরপর স্বজনরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিলে ঝাড়ফুঁক দিলে অবস্থার অবনতি হলে ভোরে সদর হাসপাতালে নেয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, ভুলটিয়া গ্রামের প্রতিবন্ধী কিশোর রাজন হোসেন প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তাকে বিষধর সাপে কাটে। গ্রামের কবিরাজের কাছে নিলে অবস্থার অবনতি হয়। সকালে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন দুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :