AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজারে ৪ জনের মৃত্যুদণ্ড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৫:১৭ পিএম, ৩০ জুলাই, ২০২৪
কক্সবাজারে ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দীর্ঘ তিন দশকের বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: রামুর ভারুয়াখালী এলাকার শেরে ফরহাদ, মহেশখালী উপজেলার মাতারবাড়ি আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামুর রশিদ নগরের বটতলী বাজারে আটোরিকশা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাই ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে ছুরিকাঘাত করে হত্যা করেন শেরে ফরহাদ।

দীর্ঘ বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত শেরে ফরহাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শওকত বেলাল আরও জানান, একই আদালতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়ায় জমি বিরোধের জেরে ১৯৯৪ সালের ৪ মার্চ গুলিতে খুন হন রব্বত আলী। এ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে শওকত বেলাল জানান, যথাযথ সাক্ষী উপস্থাপন ও প্রমাণ সাপেক্ষে আদালত যে রায় দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।

তবে রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী নাছির উদ্দিন। ন্যায় বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দেন।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 

Link copied!