AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম


Ekushey Sangbad
শেখ সোহেল, বাগেরহাট
০৬:৪০ পিএম, ৩০ জুলাই, ২০২৪
দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম

আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য  বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপারিসীম। এই খাত থেকে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যা দেশের চাকা সচল রাখতে সহযোগিতা করে। শুধুই বাগেরহাট  প্রতিবছর ১ লক্ষ ২১ হাজার ৬০১ মেট্রিক মাছ উৎপাদন হয় যা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য মাছের চাষ আরও বৃদ্ধিরকরতে হবে।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মঙ্গলবার (৩০শে জুলাই) দুপুরে  বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বাগেরহাট জেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, চিংড়ি গবেষণা কেন্দ্রের  মূখ্য  বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম , বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা  এ এস এম রাসেল বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সবেক সভাপতি  নীহার রঞ্জন সাহা, চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বধতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মুহিতুল ইসলাম সুমনসহ প্রমুখ।  

বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে মাছের উৎপাদন বেড়েছে। এতে দেশের মানুষের চাহিদা পূরণ করে মৎস্য সম্পদ বিদেশে রপ্তানি করা হচ্ছে। তাই এই খাত থেকে সরকার প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বক্তারা আরো বলেন, মৎস্য সম্পর্কে চাষীদেরকে প্রশক্ষিত করা হলে এ অঞ্চলের মৎস্য উৎপাদন আরো বেড়ে যাবে। এ ছাড়া যে সকল অঞ্চলে মৎস্য ধরা নিষেধ ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধের জন্য সকলের সহযোগীতা থাকলে এ অঞ্চল থেকে আরো বেশি বৈদেশিক মুদ্রা আমাদের মাধ্যমে আয় করা সম্ভব হবে।

“ভরবো মাছে মোদের দেশ গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ৫ আগস্ট পর্যন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচর মধ্যে র‌্যালি, আলোচনা সভা ও জেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!