প্রতিপক্ষকে ফাঁসাতে ৬ বছরের শিশু সন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।
দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের ভাই-ভাবীদের সাথে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া-ঝাটি হতো। তার ভাই-ভাবীর বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া আসা করার কারণে তার সাথেও বিবাদে জড়ান রেশমা।
এ কারণে মানিককে লাঠি দিয়ে বেধরক মারপিট করেন সে। এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা। পরে তিনি জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবী ও মানিককে ফাঁসাতে নিজের ৬ বছরের শিশু সন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন।
শিশুর বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :