ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হলো। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।
বুধবার (৩১ জুলাই) সকালে র্যালি ও আলোচনা শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা,পুরুস্কার বিতরণ অনুস্টিত হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় কুমার রায়ের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বদরুদ্দোজা টিপু, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবদুল্লাহ আল জাবির, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী মনিরুল ইসলাম,উপজেলা মেরিন ফিসারীস কর্মকর্তা আবদুল্লাহ আল মোদাচ্ছের, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ উপজেলা মৎসজীবিলীগ সভাপতি মুনসুর আলী হাওলাদার,সাধারণ সম্পাদক আল-আমীন শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে কয়েক জন মৎস্য চাষিকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :