AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে জামায়াত কার্যালয় থেকে ১২ ককটেল উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৫:৫৬ পিএম, ১ আগস্ট, ২০২৪
ফরিদপুরে জামায়াত কার্যালয় থেকে ১২ ককটেল উদ্ধার

ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল ও নাশকতার আলামত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শহরের চকবাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে কার্যালয়ের দুইটি স্থান থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়। এসময় ফরিদপুরসহ সারাদেশে নাশকতা কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়। অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।

এর আগে বুধবার (৩১ জুলাই) রাতে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যানুসারে আজ জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, বুধবার রাতে তানভীর নামে এক শিবির কর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, জামায়াত কার্যালয়ে ফরিদপুরসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তার দেয়া তথ্যানুসারে বৃহস্পতিবার জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে কার্যালয়ের ভেতর থেকে ৭টি এবং সিঁড়ির কোনা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। এছাড়া জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, মো. সালাউদ্দিন (সদর সার্কেল), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!