পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব) আব্দুস সালাম বলেছেন, উন্নয়ন প্রকল্পে ঘুষ প্রদানকারীদের শক্ত হাতে দমন করা হবে। প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প হতে হবে টেকসই ও দুর্নীতিমুক্ত।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কথায় কথায় উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না।দেখে শুনে প্রকল্প নিতে হবে। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কোনো ক্ষেত্রেই দুর্নীতি ও স্বজনপ্রীতি করা যাবে না।’
তিনি আরো বলেন, ‘কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির ও জঙ্গিরা অরাজকতা সৃষ্টি করে চলছে।
তা প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে। দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের খুঁজে বের করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম শাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, ওয়াহিদা হোসেন রূপা, সহকারী কমিশনার ভূমি মো. ফয়জুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার তামান্না প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :