ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এছাড়া রুকসু ভবনেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ৪ আগস্ট বেলা ১১টার দিকে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা। ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে মিছিলটি ভাঙ্গা রাস্তার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা শহরের মধ্যে প্রবেশ করে আলীপুরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।
পরে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় রুকসু ভবন ভাঙচুর করে তারা। পরে শহরের বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :