নড়াইলে দুর্বৃত্তদের জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর গুলি ও চারজনকে কুপিয়ে আহত। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর গুলি। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (৫৫) দুর্বৃত্তদের গুলি বর্ষণের শিকার হয়েছেন। তনে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধায় নড়াইল শহরের কাগজীপাড়া এলাকায় এ গুলি বর্ষণের ঘটনা ঘটে।
জানা গেছে, আহতাবস্থায় মনিরুলকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর দলীয় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিজ দলের নেতা জড়িত সন্দেহে শহরের ভওয়াখালী উত্তরপাড়া ওই নেতার বাড়ির দিকে রওনা হন তারা। পথে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাগর শেখ (৩০), আন্নান হোসেন (৪০), মিন্টু মিয়া (৫০) ও সোহাগ হোসেনকে (২৪) আহত করা হয়। সঙ্গে থাকা লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা. সুজল বকসী জানান, মো.মনিরুল ইসলাম এখন আশঙ্কামুক্ত হয়েছেন। তবে বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হবার ঘটনা শুনেছি। বিষয়টি সম্পর্কে এখন কিছু বলতে পারছি না।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :