চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে পৌর এলাকার স্বরুপনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
নিহত ব্যাক্তি সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকার মৃত মো. আব্দুস সোবাহানের ছেলে মো. শহিদুল ইসলাম (৫১)। তিনি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পিয়ন পদে কর্মরত।
এ বিষয়ে স্বরুপনগর এলাকার বাসিন্দা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জহুরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো খুব সকালে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় সদর উপজেলা পরিষদের সামনে চাঁপাইনবাবগঞ্জ শহরগামী একটি ট্রাক পেছন থেকে একজন সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অজ্ঞাত ব্যাক্তিকে ভ্যানযোগে নবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহতের ভাতিজা সুমন জানান, আমার চাচা শহিদুল ইসলাম সকালে সাইকেল যোগে ভোকেশনাল স্কুলে যাচ্ছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মারা যাবার খবর জানতে পেরে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি তিনি মারা গেছেন।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নবাবগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল জাকারিয়া জানান, সকালে গুরুতর আহত অবস্থায় এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে পথিমধ্যে গোদাগাড়ি এলাকায় পৌঁছিলে তিনি মারা যান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :