AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেকুয়ার রাস্তা-ফুটপাত পরিষ্কার ও যান নিয়ন্ত্রণে স্কাউটদল ও শিক্ষার্থীরা


Ekushey Sangbad
পেকুয়া প্রতিনিধি, কক্সবাজার
০৮:০৫ পিএম, ৭ আগস্ট, ২০২৪
পেকুয়ার রাস্তা-ফুটপাত পরিষ্কার ও যান নিয়ন্ত্রণে স্কাউটদল ও শিক্ষার্থীরা

 কক্সবাজারের পেকুয়ার রাস্তা-ফুটপাত পরিষ্কার ও যান নিয়ন্ত্রণে নেমেছে উপকূলীয় মুক্ত রোভার স্কাউটদল ও শিক্ষার্থীরা। 

৭ আগস্ট বুধবার দুপুর ১ টায় পেকুয়া বাজার ও চৌমুহনী স্টেশনে দেখা যায় কেউ রাস্তা–ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন। তারা সকলেই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  এরপরও সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করছেন তারা। 

আলাপকালে তারা জানায়, এরা সবাই ছাত্র। ছাত্র–জনতার আন্দোলনের পর গত সোমবার দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে গতকাল সকাল থেকে মাঠে নামে ছাত্ররা। স্বেচ্ছায় তারা ট্রাফিক পুলিশের ভূমিকার পাশাপাশি পরিচ্ছন্নকর্মীরও দায়িত্ব পালন করেন। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন। একইসঙ্গে তাদের প্রশংসা করেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রশংসা ভাসান অনেকে। কয়েক জায়গায় স্থানীয় লোকজন ও পথচারী তাদের খাবার ও পানি দিয়ে প্রকাশ করেন ভালোবাসা। 

গতকাল  বিভিন্ন জায়গা পরিদর্শনে দেখা গেছে, বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে ছাত্ররা যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তারা যেখানে–সেখানে যাত্রীবাহী গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না। কারো রাস্তা পার হতে সমস্যা হলে গাড়ি থামিয়ে পারও করে দেন। মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে পরবর্তীতে হেলমেট পরার পরামর্শ দেন। এছাড়া অনেক জায়গায় ঝাঁড়ু দিয়ে রাস্তাও পরিষ্কার করছিল তারা। পরিস্কার করেন ময়লা–আবর্জনা। 

এ বিষয়ে ছাত্ররা জানান, ‘লাখো ছাত্র–জনতার অর্জিত দেশ–রাখবো মোরা ক্লিন বাংলাদেশ’ স্লোগানে তারা গতকাল থেকে সড়ক পরিষ্কার ও ট্রাফিক ম্যানেজমেন্ট কার্যক্রম শুরু করেন।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাঙচুর করা বিভিন্ন দোকানের মালামাল পুড়া, কাচঁ ভাঙ্গা, যেখান সেখানে ছড়িয়ে–ছিটিয়ে পড়েছিল ভাঙা কাঁচের টুকরো। সাথে ছিল ছোটো–বড় অসংখ্য ইটের টুকরো। গতকাল তা পরিষ্কার করতে দেখা গেছে ছাত্রদের।

 এতে অংশ নেয়া সাধারণ একজন ছাত্র বলেন, এ এলাকাটা আমাদের। তাই আমরা সুন্দর করে সাজাব। যাদের উপর সুন্দর রাখার দায়িত্ব ছিল তারা পালিয়ে গেছে। তাই আমাদের বসে থাকার সুযোগ নেই।

এসময় শিল্পী পারভেজ নামের এক পথচারী বলেন, ছাত্ররা তাদের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েছেন। এতে তারা তাদের শক্তি দেখিয়ে দিয়েছে। এখন তারা রাস্তায় নেমে এসেছে। তারা সবকিছু সুন্দরভাবেই ম্যানেজ করছেন।

উপকূলীয় মুক্ত রোভার স্কাউটদলের দল নেতা ছাদেক বলেন, এখানে ময়লা আর্বজনা স্তূপ করে ফেলছে আমরা এসব পরিস্কার অভিযান পরিচালনা করছি।  আমরা শিক্ষার্থী চাইলে দেশ স্বাধীন করতে পারি কোন স্বৈরশাসক কে দেশ ত্যাগ করাতে পারি। 

কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী সালমান সাকি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাঙচুর করা বিভিন্ন দোকানের মালামাল পুড়া, কাচঁ ভাঙ্গা, যেখান সেখানে ছড়িয়ে–ছিটিয়ে পড়েছিল ভাঙা কাঁচের টুকরো।এসব পরিস্কার করছি আমরা সকলে। এদেশ আমাদের কোন স্বৈরশাসক বেশিই দিন ঠিকতে পারেন নাই হাসিনাও ঠিক একই। শিক্ষার্থীরা চাইলে সব পারে। এসময় উপস্থিত ছিলেন আব্বার আশিক পাপ্পু সিটি কলেজ কক্সবাজার,  ওমরগণি কলেজ সামুন, মিরাজ জিয়া কলেজ, তামজিদ ৩য় পর্ব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রাঙ্গামাটি, সাইরাজ জিয়া কলেজ, আব্দুল হালিম, জিয়া কলেজ, উমাইর আশেকেন আউলিয়া কলেজ, নাইমুল ইসলাম তামজিদ রামু কলেজসহ অনেকই। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!