সাতক্ষীরা জেলার নগরঘাটা ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর পর ( বুধবার) ০৭ আগষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশ নগরঘাটা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে জামায়াতের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
এ সময় নগরঘাটা ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মেহেদী হাসান বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুসংগঠিত দল। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি শান্তিপূর্ণ দল। তিনি বলেন দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের নেতা কর্মীরা যে কষ্ট দিন পার করেছে সেটা এখন শুধু চোখে মুখে ভাসতেছে। কত নির্যাতন জুলুমের শিকার হয়েছি আমরা। তারপরও এসে আমরা এই মুহূর্তে বলতে চাই আমরা শান্তি চাই।
উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর নগরঘাটা ইউনিয়নের সেক্রেটারি মো: আব্দুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :