AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিরামপুরে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা


হরিরামপুরে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

প্রথমে কোটা আন্দোলন এরপর সরকার পতন ঘটানোর পর সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় এবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে পরিচ্ছন্নতার কাজ শেষে সকল শিক্ষার্থীরা সড়কে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন। যানবাহনচালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতেও দেখা যায় তাদের।

উপজেলার ঝিটকা বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অনিক খান, লাবিব শিকদার, তুষার, নুরুল ইসলাম, আ. আহাদ, রুমেল, হৃদয়, সামির, তাওহিদ, তুহিন, সামিহা, স্বপ্না, ফাহিমা, সাদিয়া, কেয়া, পপি, সুমাইয়া, মালিহা, রিফাত, রুহুল, আ. মান্নান, আমিনুল, মো. আশিক, জয়, সৌরভ, জামিল, ফাহিম, জাহিদ, সৌরভসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। 

পরিচ্ছন্নতা অভিযান গিয়ে কথা হয় তাদের সঙ্গে। তারা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছে। আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক। দেশের এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে। আমরা তাতে সাড়া দিয়েছি। শিক্ষার্থীদের অনেকগুলো টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকব।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!