চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি`র যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদার দেশে আগমন উপলক্ষে বাইক শোডাউন ও আনন্দ র্যালী করেছে ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার(৮আগষ্ট) সকাল ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের শায়ের মোহাম্মদ পাড়া হতে শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে রাজানগর রানীরহাট বাজারে প্রবাস হতে নুর মোহাম্মদ তালুকদার এসে পৌছালে তাঁকে ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি রানীরহাট বাজার চত্বরে রাজানগর ও ইসলামপুর বাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন।
এ-সময় আরো বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন বিএনপি`র সভাপতি আব্দুল মান্না রনি, সাধারণ সম্পাদক আমিনুল হক বাচা, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, রানীরহাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম ফজু মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আলম তালুকদার, ইসলামপুর ইউনিয়নের সদস্য মুহাম্মদ ইসমাইল, ৬নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশেম, কাজী মুহাম্মদ ফোরকান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার যুবদলের ক্রিড়া সম্পাদক মাসুদ বিন ওমর, রাঙ্গুনিয়া উপজেলার যুগ্ম আহবায়ক মুহাম্মদ টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ মিনহাজ চৌধুরী, রানীরহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ তালুকদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ ইব্রাহীম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ শাহেদুল আলম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ মহিন উদ্দিন আরমান, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ হাছান, মুহাম্মদ শাকিল, যুগ্ম সাধারণ মুহাম্মদ ইসমাঈল, ইউনিয়ন ছাত্রদল নেতা মুহাম্মদ সুমন, মুসলিম উদ্দিন, আলমগীর, মিজান প্রমুখ।
বক্তব্য শেষে মিষ্টি বিতরণ ও রানীরহাট, মাজারগেইট, গাবতল ও ইসলামপুর গলাচিপায় বাইক শোডাউন করেন নেতৃবৃন্দরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :