AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা এবং সর্বদলীয় ঐক্য ও সম্প্রীতি সমাবেশ


ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা এবং সর্বদলীয় ঐক্য ও সম্প্রীতি সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতা এবং সর্বদলীয় ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের পাবলিক ক্লাব মাঠে এই সামাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতা এবং গণতান্ত্রিক আন্দোলনে সমমনা দলের ব্যানারে সমাবেশ করা হয়।

সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। 

এছাড়াও বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক পয়গান আলী, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং,সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু,থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন,আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সব থেকে বড় অবদান কোমলমতী শিক্ষার্থীদের। তাদের জন্য আজ আমরা আবারো স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাবার জন্য আওয়ামী লীগের কিছু মানুষ হিন্দুদের বাসায় আগুন দিচ্ছে,তাদের ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই আমরা একে অপরের ভাই। তাই যে কেউ অন্যায় করলে তাকে ধরে পুলিশের হাতে দিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!