কুমিল্লার দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন আনসার ভিডিপির সদস্যরা। দাউদকান্দি এলাকা থেকে বৃহস্পতিবার এসব লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জব্দ হওয়া অস্ত্রগুলো হলো– দাউদকান্দি থানা থেকে লুট হওয়া ৩টি রাইফেল (১টি রাইফেলের বাট নেই), ২ টি শটগান ও একটি হ্যান্ড কাফ।
বিষয়টি নিশ্চিত করে আনসার ভিডিপি কুমিল্লার উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা এলাকায় আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের সহায়তায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে । যা পরবর্তীতে পুলিশ লাইন কুমিল্লায় জমা করা হবে।
তিনি বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।আমাদের লোকজন দিয়ে মাইকিং করিয়েছি। কারো কাছে অস্ত্র থাকলে তিনি স্বেচ্ছায় জমা দিয়ে যেতে পারেন। কিংবা কারো কাছে কোনো তথ্য থাকলে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর ৫মে সোমবার দাউদকান্দি থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :