AB Bank
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটা সংস্কার আন্দোলনে নিহত সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পিতা


কোটা সংস্কার আন্দোলনে নিহত সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পিতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুশুল্লি ইউনিয়নের মুশুল্লি নয়াপাড়া গ্রামের দিনমজুর খোকন মিয়ার পুত্র সাকিবুল ইসলাম সাজু (১৪)।

কোটা সংস্কার আন্দোলনকারীদের আনন্দ মিছিল দেখতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়।একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে পাগলপারা পিতা খোকন মিয়া। 

সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে গাজীপুরের মাওনা এলাকায় সে নিহত হয়। 

তিনি বলেন,‘মনডার মধ্যে খুব কষ্ট, কইয়া বুঝাইতে পারব না। একটা ছেলেই আমার, সেটাকেও পুলিশ গুলি করে মারল। বিচার চাইলে আর কী হবে? বিচার চাইবো, করবো কে? ছেলডারে দাফন দিলাম, প্রশাসনের কেউ খোঁজও নেয়নি।’ 

পারিবারিক সূত্রে জানা গেছে, একবছর আগে দিনমজুর খোকন মিয়া গাজীপুরের মাওনা এলাকায় স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন। সেখানে একটি হার্ডওয়্যার দোকানে এক মাত্র ছেলে সাকিবুল ইসলাম সাজুকে কাজে দেন। আর খোকন মিয়া দিনমজুরের কাজ নেন। 

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় বিক্ষুব্ধ জনতা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দেখতে সাকিবুল ইসলাম সাজু সড়কে যান। এ সময় পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। এতে সাজুর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই লুঠিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

৬ আগস্ট নিহত সাজুর মরদেহ নান্দাইলের মুশুল্লি নয়াপাড়া গ্রামে এনে দাফন করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!