গাজীপুরের শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল নেতাকর্মী ও বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা।
৯ আগস্ট শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহম্মেদ নীল এর নেতৃত্বে মিছিলটি মহাসড়কের আলাল মার্কেটে সামনে থেকে বের হয়ে নাসির গ্লাস মোড় থেকে ঘুরে আবার নিউ নোয়াখালী হোটেলের সামনে এসে শেষ হয়।
ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহম্মেদ নীল শান্তি সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, এ দেশের ছাত্র-জনতা স্বৈরশাসক শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বাংলার জমিন থেকে। শেখ হাসিনার হাত থেকে পুরো দেশ আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা বিনষ্ট করার জন্য আওয়ামী লীগের দালালরা শান্তি-শৃঙ্খলা বঙ্গ করারর জন্য এখনো পায়তারা করছে। পাশাপাশি সংখ্যালঘু ভাই-বোনদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর দোষ পড়ছে সাধারণ ছাত্র জনতা ও বিএনপির ওপর। তাই কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করেছে ইউনিয়ন যুবদলের নেতা কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর ইউনিয়নের বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :