মানিকগঞ্জের হরিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শোক র্যালী, দোয়া, লিফলেট বিতরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় ঝিটকা বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে হরিরামপুর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা পরিষদের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকাসহ হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক নারী ও পুরুষ এ স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে প্রায় দুই শতাধিক কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা একটি শোক র্যালী বের করেন। র্যালীটি ঝিটকা বাজারের বিভিন্ন গলি পদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শেষে হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা তাদের কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলনে তাদের ওপর যে হামলা, খুন ও হয়রানির শিকার হয়েছিলো। সে বিষয়ে তীব্র ক্ষোভ ও শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার শান্তির কামনা করেন।
এছাড়া আহতদের সৈনিকদের দ্রুত সুস্থতা কামনাসহ দোয়া করা হয়। এছাড়াও সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্মরণ সভার সমাপ্তি করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :