কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট শনিবার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাহমুদুল হাফিজের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, সোনাহাট মহা বিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া মহা বিদ্যালয়ের প্রভাষক মাইদুল ইসলাম মুকুল, ভোটহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভূরুঙ্গামারীর সমন্বয়ক মাহমুদুল হাফিজ ও মোঃ মারুফ হোসেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভূরুঙ্গামারীর সকল আন্দোলনকারী দোআ মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা। চলমান হামলা, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকান্ডের নিন্দা জানান। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ভবিষ্যতে এধরণের কর্মকান্ড যে মহলেই পরিচালনা করুকনা কেন, তা প্রতিহত করার অঙ্গীকার করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :