AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে ট্রাফিকের দায়িত্বে স্কাউট সদস্যরা


Ekushey Sangbad
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
০৬:৪০ পিএম, ১১ আগস্ট, ২০২৪
নিয়ামতপুরে ট্রাফিকের দায়িত্বে স্কাউট সদস্যরা

তীব্র গরম, রোদ-বৃষ্টি উপেক্ষা করে হাতে ছাতা, মুখে বাঁশি নিয়ে নওগাঁর নিয়ামতপুর সদরের বিভিন্ন সড়কে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণের জন্যে ষষ্ঠ দিনের মতো আজও দায়িত্ব পালন করছেন নিয়ামতপুর স্কাউট সদস্যরা।
রবিবার (১১ আগস্ট) ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন স্কাউট সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, নিয়ামতপুর উপজেলার চৌরাস্তা মোড়, বালিকা উচ্চ বিদ্যালয় গেট, উপজেলা চত্বর মোড়, থানা গেট, তিনমাথা মোড় সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন স্কাউট সদস্যরা।
উপজেলা সদরের মেইন সড়কের কোথাও অকারণে দাঁড়াতে পারেনি কোনো গণপরিবহন। গাড়ি চালকদের আজীবনের অভ্যাস এক দিনে বদলে যেতে দেখে রীতিমতো অবাক হয়েছেন উপজেলাবাসী।  

উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় দায়িত্বরত নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থী বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে আমরা ছাত্ররা ছাড়া সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্যই আমরা রাস্তায় ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছি। আমরা কোন রাজনৈতিক দল থেকে আসিনি, আমরা সাধারণ ছাত্র-ছাত্রী।

নিয়ামতপুর উপজেলার স্কাউট সদস্যের টিম লিডার মাহফুজুর রহমানের নেতৃত্বে শিবলী, সারোয়ার, সাব্বির, জাহাঙ্গীর, জাহিদ, জনি, ফিরোজ, মেহেদী, সৌরভ সহ চার ইউনিটে মোট ২০ জন সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

নিয়ামতপুর উপজেলার স্কাউট সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণের মাহফুজুর রহমান বলেন, ছাত্রদের দ্বারা সোনার বাংলা গড়া সম্ভব। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছি। শিক্ষার্থীদের এমন কাজে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বিশেষ করে চালকরা বেশি খুশি। অন্যান্য সময় রাস্তায় বের হলেই ট্রাফিক পুলিশ বিভিন্ন ঝামেলা করত।

তিনি আরোও বলেন, লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!