সম্প্রতি সরকার পরিবর্তনের সাথে সাথে দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা,হত্যা নির্যাতন,অগ্নিসংযোগ,লুটপাট, চাঁদাবাজি ও হামলার ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে রবিবার বিকেলে শ্রীপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ছাত্র সমাজের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি অপূর্ব মিত্র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীপুর উপজেলার শাখার সভাপতি মনোরঞ্জন সরকারের নেতৃত্বে সহস্রাধীক লোকের অংশগ্রহনে শ্রীপুর উপজেলা কেন্দ্রিয় কালীমন্দির থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বকুলতলা মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি অপূর্ব মিত্রের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,সহ-সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিক, খামারপাড়া গিরিধারী আশ্রমের অধ্যক্ষ শ্রীমত অসীম কৃষ্ণ দাস, হিন্দু, বৌদ্ধ ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস,শ্যামাপ্রসাদ অধিকারী, ছাত্র সমাজের দীপান্বিতা মোহনা, রিংকু বিশ্বাস ও ইন্দ্রোজিত বিশ্বাসসহ আরোও অনেকে।
বক্তাগণ এসময় সরকারের প্রতি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সু-রক্ষা আইন প্রনয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ও বৌদ্ধ,খ্রিষ্টান কল্যান ট্র্যাস্ট ফাউন্ডেশনের উন্নয়ন, দেবোত্তর সম্পত্তি পূণরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রনয়ণ এবং অর্পিত সস্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মান ও প্রতিটি হোস্টেলে প্রার্থণা কক্ষ বরাদ্ধ এবং দূর্গাপূজায় ৫দিনের ছুটি মঞ্জুরসহ ৮ ` দফা দাবি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :