মানিকগঞ্জের হরিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় রামকৃষ্ণপুর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা পরিষদের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়সহ হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাসহ বিদ্যালয়ের শিক্ষকরাও স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা তাদের কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলনে তাদের ওপর যে হামলা, খুন ও হয়রানির শিকার হয়েছিলো। সে বিষয়ে তীব্র ক্ষোভ ও শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার শান্তির কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নিলয় মোহাম্মদ আলিফ, মো: রিফাত, রোমান, আকাশ, অন্তু, প্রীতম, দ্বীপ্ত, রেজাউল, রিফাত, সাঈম, নজরুল, আরিফ, নাহিদ, শান্ত, সালমান, মেহেদি, আকাশ, সিয়াম, নাফিজ, আরাফাত, আল-শাহারিয়া, গাজী রুহুলসহ আরো অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :