AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইল থানা-পুলিশের কার্যক্রম শুরুতে জনমনে স্বস্তি


সরাইল থানা-পুলিশের কার্যক্রম শুরুতে জনমনে স্বস্তি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে টানা কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানার এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহাগ রানা। সরেজমিন সেনাবাহিনীর সহযোগিতায় সরাইল থানা পুলিশ ইউনিফর্ম পরে গাড়ী নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজার ও সড়কে টহল দিতে দেখা গেছে। এদিকে গত কয়েক দিন ধরে চুরি, ডাকাতির ও ছিনতাইয়ের আতঙ্ক রাতদিন একাকার হয়ে গেছে সাধারণ মানুষ। থানা পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহাগ রানা বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে নিরাপত্তা শঙ্কায় থানার কার্যক্রম বন্ধ করে দিয়ে নিরাপদে ছিলেন পুলিশ সদস্যরা। সেইসঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গঠনসহ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন পুলিশ। তবে আন্দোলনের শুরু থেকেই সরাইল থানা পুলিশের উপর অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!