AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ


সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ

দেশের উদ্ভূদ্ধ পরিস্থিতিতে টানা কয়েকদিন পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর সহযোগিতায় কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। 

সোমবার (১২ আগস্ট) সকালে থেকে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে হাইওয়ে পুলিশকে। এতে মহাসড়ক গুলোতে পুলিশের উপস্থিতিতে জনসাধারন ও যানবাহন চালকেরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে দীর্ঘদিন পরে সড়কে পুলিশের দায়িত্বে ফিরতে পেরে আনন্দিত তারা।

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আর্শীষ কুমার সান্যাল বলেন,  আজ থেকে আবারও হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবেন এবং তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পুলিশকে সহযোগিতা করার জন্য ছাত্রজনতা ও সর্বস্তরের জনগণকে আহবান জানান ওসি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপর অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!