AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বৈষম্য বিরোধী আন্দোলন

নিহত সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শ্রীবরদী সরকারি কলেজ


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৭:৪৮ পিএম, ১২ আগস্ট, ২০২৪
নিহত সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শ্রীবরদী সরকারি কলেজ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুলেটের গুলিতে  নিহত মেধাবী শিক্ষার্থী   শহীদ সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন  শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষকরা।

১২ আগস্ট রবিবার বিকালে শ্রীবরদী উপজে লার খড়িয়াকাজির চর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের সবুজ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত শেষে তার বাবা আজহার আলীর  হাতে আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা তুলে দেন শ্রীবরদী সরকারি  কলেজের  অধ্যক্ষ প্রফেসর এ,কে,এম আলিফ উল্লাহ আহসান। 

এসময় শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ আকরাম হোসাইন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রিফাত আহমেদ, শেরপুর  প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আর টিভির স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনি, শ্রীবরদী উপজেলা  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, খড়িয়া কাজীরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রুপা মেম্বার,  গণমাধ্যম কর্মী মামুন মোল্লা, শিক্ষার্থী সাজিদ হাসান শান্ত, মনিকা আক্তার, ইসমাইল হোসেন, শেখ ফরিদ, আকিদুর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। 

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ আহসান জানান,  নিহত সবুজ ওই কলেজ থেকেই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার  অকাল মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। আমরা যেমন একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম, ঠিক তার অসহায় পরিবার পরিবারের উপার্জনশীল একমাএ ব্যক্তি সবুজকে হারালেন। আমরা তার শোকাহত অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। সবুজের বুকের  তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পেল। 

শিক্ষার্থী ইসমাইল হোসেন জানায়, নিহত সবুজ লেখাপড়ার পাশাপাশি  কবিতা লিখতেন এবং খেলাধোলাতেও তিনি সেরা ছিলেন। তার অকাল মৃত্যু আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না। সবুজর   হত্যার বিচার দাবি জানাই। 

খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপি‍‍`র সভাপতি আশরাফুল কবির রুপা মেম্বার জানায়, সবুজের মৃত্যুতে তার পুরো পরিবার আজ অসহায়। মেধাবী শিক্ষার্থী সবুজ লেখাপড়ার পাশাপাশি একটি  ওষুধের দোকানে অবসর সময়ে চাকুরি করে তার পরিবার চলাতেন। আওয়ামী সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের গুলিতে প্রাণ হারাতে  হয় মেধাবী শিক্ষার্থী সবুজকে। সবুজের রক্তের বিনিময়ে সোনার বাংলাদেশ আজ স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে। 

তিনি আরো বলেন, সবুজ কে গুলি করে কে হত্যা করেছে , তাদের অতি অবিলম্বে চিহ্নিত করে। বিচারের আওতায় আনার জোর দাবী জানায়।  

উল্লেখ্য, শ্রীবরদীর রূপার পাড়া গ্রামের আজহার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ই আগস্ট দূর্বৃত্তদের গুলিতে নিহত হন। স্থানীয়রা সবুজ হত্যার বিচার চেয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!