AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বিভিন্ন সনাতনি সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


শ্রীমঙ্গলে বিভিন্ন সনাতনি সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সনাতনী সংগঠন। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানপাঠ, বাড়িঘর ও মন্দির ভাংচুর, লুঠপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টা টায় শহরে বিশাল মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে চৌমুহনা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব,হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমিরণ সরকার, প্রিতম বন্ধু ব্রহ্মচারীসহ বিভিন্ন সনাতনি নেতৃবৃন্দ।

বিক্ষোভে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ, সনাতনী ঐক্য মোর্চ্চাসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানপাঠ, বাড়িঘর ও মন্দির ভাংচুর, লুঠপাট ও অগ্নিসংযোগের নিন্দা জানানোর পাশাপাশি 
তারা বলেন, সুযোগ পেলেই একটি মহল এদেশে সনাতনী সম্প্রদায়ের উপর আক্রমন ও তাদের সম্পদ লুটপাঠ করে। বাড়ি ঘরে আগুন দেয় ভবিষতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে দিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে।

সভায় বিভিন্ন এলাকা থেকে সনাতনি ধর্মের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!