সারাদেশে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের ৫ আগস্ট পদত্যাগের পর বাংলাদেশ পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়ে। এতে করে সকল থানা পুলিশের সকল দৈন্যদিন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সেই সাথে সড়কে ট্রাফিক পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এসময় দেশের বিভিন্ন জেলার সাথে সড়কের শৃংখলা ও যানজট নিরসন ও নিয়ন্ত্রণে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শেরপুর জেলা শহরের বিভিন্ন মোড় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন ও কাজ করে।
৬দিন ট্রাফিক পুলিশের অনুপস্থিতির পর ১৩ আগস্ট মঙ্গলবার সকাল থেকে শেরপুর শহরে যানজট নিয়ন্ত্রণ ও নিরসনে পুনরায় ট্রাফিক পুলিশের সরব উপস্থিতি ও কার্যক্রম শুরু করেছে।
এসময় ট্রাফিক পুলিশের সাথে বিএনসিসি, স্কাউট, যুব রেডক্রিসেন্ট সহ শিক্ষার্থীরাও ট্রাফিক পুলিশকে সহযোগিতা করে যাচ্ছে এতে করে সড়কের যানজট নিয়ন্ত্রণে থাকায় যানবাহন চলাচল শৃংখলা ও পথচারীদের দুর্ভোগ লাগব হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :