৯ দিন পর কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকালে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক তত্ত্বাবধানে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে পুলিশের কর্মকর্তা ও কনস্টবলরা থানায় আসেন।
এদিকে থানার কার্যক্রম শুরু করার পর পরই ওসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়ার সমন্বয়ক হিরন সরওয়ারের নেতৃত্ব ছাত্রদের একটি প্রতিনিধি দল।
সমন্বয়ক হিরন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পেকুয়ার পক্ষ থেকে সুশৃঙ্খল সমাজ গঠনে পুলিশকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছি।
এসময় ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনে এবং দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ পুলিশ তাদের পাশে থাকার কথা ব্যক্ত করছি। আমরা আস্তে আস্তে শুরু করছি তবে সবাই এখনো আসেনি। সম্পন্নরুপে সবাই চলে আসলে পুলিশ সেবা পুরাপুরি চালু হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :