রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেনকে (৫০) হাতুরী ও রড দিয়ে প্রকাশ্যে দিবালোকে পিটিয়েছে দুবৃত্তরা। আহত অবস্থায় ওই শিক্ষককে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বকশিয়াবাড়ি এলাকায় পেঁৗছালে এ হামলার ঘটনা ঘটে। প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করে।
নবাবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাঈদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আসার পথে ৫-৬ জন মুখোশধারী প্রধান শিক্ষকের ওপর হামলা করে। তিনি কাউকে চিনতে পারেনি। তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করাকে কেন্দ্র করে তার উপর হামলা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
হামলার খবর পেয়ে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দেখতে যান।
এবিষয়ে বালিয়াকান্দি থানার এসআই রাজীবুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা অবগত হয়েছি। হামলার বিষয়ে থানা পুুলিশ কাজ করছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :