AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাজে যোগ দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা


কাজে যোগ দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গিয়েছিলেন। এ সময় রাস্তায় বিশৃঙ্খলা রোধে সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা। কর্মবিরতি প্রত্যাহারের পর সড়কে ফিরেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্যরা। এরআগে সোমবার (১২ আগষ্ট) জেলার বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়কারী রাজিব মোল্লা, সাব্বির গাজী, সোয়েব আহমেদ, সামাদ মিয়া, রনি মোল্লা, অনন্যা আক্তার, অহনা ইসলাম, তামান্না, জনি মোল্লা, আয়শা আক্তার, সোহাগ, নয়ন মুন্সি, সেলিম প্রামানিক, গোলাম আযম প্রমূখ।

ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান শেষে শিক্ষার্থীরা বলেন, কর্মবিরতিসহ অনান্য দাবি প্রত্যাহার করে কাজে ফিরেছে পুলিশ। যে কারণে জনমনে স্বস্তি ফিরেছে। আমরা গত এক সপ্তাহ ধরে সড়কে ট্রাফিকের কাজ করেছি। বুঝেছি এ কাজটি সহজ নয়। যে সকল পুলিশ ভাইয়েরা রোদ বৃষ্টিতে শহরের ট্রাফিক ঠিক রাখার কাজ করেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। পুলিশ কর্মস্থলে ফেরায় আমাদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে। সেই সাথে তাদের সব ধরণের সহযোগীতা করতে আমরা প্রস্তুত।

রাজবাড়ী জেলা ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, গত সোমবার (১২ আগষ্ট) সকাল থেকেই জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক বিভাগের সব পর্যায়ের কর্মকর্তারা কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার (১৩ আগষ্ট) শিক্ষার্থীরা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আশা করি আগামী দিনে আমরা আমাদের দায়িত্ব আরো নিষ্ঠার সাথে পালন করতে পারবো। সাধারণ মানুষের কাছে আবেদন থাকবে তারা আমাদের কাজে সহযোগিতা করবেন। সকলেই ট্রাফিক আইন মেনে চলবেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!