বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধি গা ঢাকা দিয়েছেন, এতে প্রতিটি ইউনিয়নের জনসাধারণ তাদের প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহন করতে গেলে পরিষদের চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ দেখতে পান, খোজ নিয়ে জানা যায় এ সকল চেয়ারম্যান, মেম্বারগন আওয়ামীগ সমর্থিত হওয়ায় তারা আপাতত গাঢাকা দিয়েছেন, তবে কোন কোন চেয়ারম্যান এলাকায় নিরাপদ স্হানে বসে পরিষদের দৈনন্দিন কাজ সারছেন, অনেক ইউনিয়ন পরিষদে উদ্যোক্তরা উপস্থিত হয়ে কাজ করলেও চেয়ারম্যান,মেম্বারদের সাক্ষরের জন্য ভোগান্তিতে পরতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের।
ইউনিয়ন পরিষদগুলোতে জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স করতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা জানায় (৫ আগস্ট) হঠাৎ শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরে তার দল সমর্থিত চেয়ারম্যান, মেম্বারগনদের এলাকায় খুজে পাওয়া যাচ্ছে না, এভাবে চললে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ব্যাহত হবে, জনসাধারণের ভোগান্তির শেষ থাকবে না।
এ ব্যপারে কয়েকজন ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তারা জানান, তারা সরকারের প্রতিনিধি,আওয়ামীলীগ ক্ষমতা হারানোর পরে তারা নিরাপত্তহীনতায় ভুগছে,তারা সেনাবাহিনীর সহ প্রশাসনের সহযোগীতা চান।
এ ব্যাপারে স্হানীয় সরকার বিভাগের বাগেরহাট জেলার উপ-পরিচালক জানান,জনসাধারণের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত, তবে খুব শীগ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :