AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:০৩ পিএম, ১৪ আগস্ট, ২০২৪
শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ মানববন্ধন করে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী একই এলাকার মৃত আবুল কালামের ছেলে ওয়াদুদ মোল্লা, সাখাওয়াত, তাদের সহযোগী আশরাফুল, ইলিয়াস, সাইয়ুম মোল্লা, রহমান, সোহাগ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছে।

মানববন্ধনে এলাকাবাসী দুই সহোদর ওয়াদুদ মোল্লা এবং সাখাওয়াতসহ তাদের সহযোগীদের বিচার দাবি করেন। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে শারীরিক নির্যাতনসহ এলাকা ছাড়া করার হুমকি দেয়। তাদের অব্যাহত মাদক সরবরাহ ও মাদক বেচাকেনায় এলাকার উঠতি যুব সমাজ দিন দিন মাদকে আসক্ত হচ্ছে। এতে করে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবী করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল সিআরসি-বৈরাগীরচালা সড়ক প্রদক্ষিন করে।

এলাকাবাসী জানান, ওই মাদক ব্যবসায়ীরা সম্প্রতি চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে দা, লাঠি নিয়ে সাধারণ নিরীহ ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

অভিযুক্ত ওয়াদুদ মোল্লা জানান, তার সাথে স্থানীয় আফাজ মোল্লার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। স্থানীয় বাটন কারখানায় আমি ব্যবসা করি। আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে সমাজে হেয় করার জন্য এবং কারখানার ব্যবসা ছিনিয়ে নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!