কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন স্বেচ্ছাসেবকরা। তাদের পরিশ্রমে হাসপাতালটি এখন ঝকঝকে।
ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের চিফ অফ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মেহেদি হাসান বলেন, ২৫ জনের একটি স্বেচ্ছাসেবী টিম নিয়ে হাসপাতালের সামনের অংশ ও বাগান পরিষ্কার করা হয়েছে। আমরা জানি উলিপুরের নিম্ন আয়ের মানুষের একমাত্র প্রধান চিকিৎসা কেন্দ্র এই সরকারি হাসপাতাল। অত্র উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো অসুস্থতা নিয়ে প্রথমে এখানে সেবা নিয়ে থাকেন।
নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করায় হাসপাতালের আশেপাশে অনেক ময়লা আবর্জনার সৃষ্টি হয়। যা থেকে রোগ জীবাণু বৃদ্ধি পেতে পারে। আর সেই জন্যই আমরা ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের সেচ্ছাসেবকরা হাসপাতাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :