রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬ আগস্ট) বাদ আসর উপজেলার কুমড়াকান্দি এলাকায় পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডলের বাড়ির আঙ্গিনায় এই দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরদার, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর নির্বাচনে জনগণ বেছে নেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। রাজপথ হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। ৩বারের মত জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীও হয়েছেন তিনি।
সভাশেষে শেষে নেত্রীর আশু রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেরন মো. গোলজার হোসেন মোল্লা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :