বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব।
শনিবার (১৭ আগস্ট) রাতে মৌলভীবাজার পৌর মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব বলেন, এখন থেকে পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয় পরিচয় দিতে পারবেন না। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই ঘোষণা বহাল থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব।
মৌলভীবাজারের শিক্ষার্থী আশরাফ উদ্দিন শফির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমন্বয়ক দেলওয়ার হোসাইন শিশির, হাফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলার বিলুপ্ত কমিটির সমন্বয় আব্দুল কাদের তালুকদারসহ সিলেট এবং মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আশরাফ উদ্দিন শফি জানান, বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের খোঁজখবর এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার জন্য কেন্দ্রীয় সমন্বয়করা মৌলভীবাজারে আসেন। সভায় বসে তাঁরা মৌলভীবাজার জেলার সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন।
প্রসঙ্গত, মৌলভীবাজারে কমিটির সমন্বয়কের পদ ব্যবহার করে অনেকে বিশৃঙ্খল পরিবেশ ও বিভিন্ন অনিয়ম শুরু করেছে বলে অভিযোগ উঠে। এতে সমন্বয়হীনতা দেখা দেয়। সমন্বয়হীনতার অভিযোগসহ সার্বিক বিষয়টি চিন্তা করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দন এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :