নওগাঁর পত্নীতলা উপজেলায় ১৪ বিজিবি সংলগ্ন `পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল অ্যান্ড কলেজ` এর জায়গার সীমানা নির্ধারণ কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে জমি হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসন কর্তৃক ১৪ বিজিবিকে হস্তান্তর করেন পক্ষে পত্নীতলা ইউএনও পপি খাতুন।
এসময় প্রধান অতিথি পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো: হামিদ উদ্দিন, বিজিবিএমেস, পিএসসি, বলেন, `এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবে। সেই সাথে এলাকার সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়বে। এক সময় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক নিয়োগ পাবেন। এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে।`
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার আজিজুল কবির, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদ, মেজর এস.এম ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারুফ, মামুনুর স্বাধীন প্রমুখ।
উল্লেখ্য, উক্ত প্রস্তাবিত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে প্রথম প্রস্তাবনা দেন যমুনা টেলিভিশনের জেলা সংবাদদাতা সিনিয়র রিপোর্টার শফিক ছোটন। জানা যায়, প্রস্তাবিত প্রতিষ্ঠানটির জায়গার আনুমানিক এরিয়া ৪ বিঘা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :